শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২২ অপরাহ্ন

ঢাকায় ছাত্রদল পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১৯০ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২৮ ফেব্রুয়ারী/২১ খ্রি” রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ পন্ড করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রদল। ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, ইটপাটকেল ও টিয়ার শেল নিক্ষেপ এবং রাবার বুলেট ছোড়ার ঘটনা । কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে এ সমাবেশ এর আয়োজন করেছিল ছাত্রদল। এদিন সমাবেশ শুরুর আগেই ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা প্রেস ক্লাবের মূল ফটকের ভিতরে অবস্থান নেয়। এ সময় পুলিশকে প্রেস ক্লাবের ভিতরে কাঁদানে গ্যাস ও রারাব বুলেট ছোড়তে দেখা যায়। অপর দিকে ছাত্রদলের নেতা-কর্মীরাও ইটপাটকেল ছোড়ে। এ সময় মোট ৪৯ জন নেতা-কর্মী আহত হয়েছে। ছাত্রদলের ১৭ নেতা-কর্মীকে আটক করেন পুলিশ।ঘটনাস্থলে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সহ-সভাপতি মামুন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এজাজ শাহ, ইডেন কলেজ ছাত্রদলের সদস্যসচিব সানজিদা ইয়াসমিন তুলি, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক এম এ গাফফার, ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব সহ-সভাপতি শাকিল চৌধুরী ও সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।এ ঘটনার প্রতিবাদে আজ সারা দেশের জেলা সদরসহ সব সাংগঠনিক ইউনিটে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com