সোমবার, ২০ মে ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

দিনাজপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৩৭ বার পঠিত

রফিক প্লাবন, দিনাজপুর।- ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় দিনাজপুর জেলায় শুরু হওয়া সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষন গত ২ মে সোমবার শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার কসবা সুইমিংপুল সংলগ্ন স্থানে এই প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরনের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার। এসময় বিশেষ অতিথি ছিলেন এমবিএসকে, এইচআর এর সহকারি অফিসার মুর্শেদা পারভীন মলি, সমাজ সেবক মো. শাহিন, মো. নজরুল ইসলাম, শিক্ষক নাজনীন আক্তার।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে জেলার কয়েকটি স্কুলের (অনুর্ধ্ব-১৫) ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১৫ জন ছেলে ও ১৫ জন মেয়ে। প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রাক্তন খেলোয়ার মুস্তাফিজুর রহমান বাবু ও আজমিরা খাতুন সুসমি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com