নিজস্ব প্রতিবেদক।-দিনাজপুরে দিনব্যাপী জব ফেয়ার-২০২২ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ও স্কিলস ফর এমপ্øয়মেন্ট ইনভেস্টম্যান্ট প্রোগ্রাম এর সহযোগিতায় উক্ত জব ফেয়ার অনুষ্ঠিত হয়।২১ সেপ্টেম্বর বুধবার সকালে দিনাজপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে উক্ত জব ফেয়ার-২০২২ এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। উদ্বোধনশেষে মেলায় অংশগ্রহনকারী স্টলগুলো পরিদর্শন করেন তিনি।এর আগে দিনাজপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত উদ্বোধণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক মো. আব্দুল হাকিমসহ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।প্রসঙ্গত, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনব্যাপী এই জব মেলায় ৭টি স্টলে ১৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো- দেশ ডিজিটাল এন্ড অফসেট প্রিন্টিং প্রেস, ডিজাইন ডট নেট, সিলিকন কম্পিউটার, বাংলাদেশ কম্পিউটার এডুকেশন, সার্ভিস পয়েন্ট, হানিফ কর্পোরেশন, গাওসিয়াস ভ্যানচার্জ, নর্থ হেয়ার প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড, সিডিডি হাউজিং, জেআরবি প্লান এন্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, সেফটি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস, এডভান্সড আর্কিটেক্ট এন্ড বিল্ডারস, পাটোয়ারী বিজনেস হাউজ প্রা. লি., হাসিনুর ওভেন এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ।
Leave a Reply