আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোচিং সেন্টার চালু রাখায় দিনাজপুরে পড়ালেখা কোচিং সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল ১০টায় শহরের বড়বন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালু অবস্থায় “পড়ালেখা” এর পাঠকক্ষে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাঠকক্ষে শিক্ষার্থীদের কোচিং চলছিল। সরকারি নির্দেশনা অমান্য করে দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পাঠদান কর্মসূচি অব্যাহত রাখায় ‘পড়া লেখা কোচিং সেন্টার’-এর পরিচালক মহিন্দ্রনাথ রায়কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা না মেনে কোচিং সেন্টার পরিচালনা করায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই জরিমানা করা হয়েছে। তবে শহরের যেগুলো কোচিং সেন্টার গোপনে এখনো পরিচালনা করে আসছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে এমন হুশিয়ারি জানান তিনি। প্রসঙ্গত, পড়ালেখা কোচিং সেন্টারের পরিচালক মহিন্দ্রনাথ রায় একই সাথে পাঁচবাড়ী ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের দায়িত্বরত শিক্ষক করোনা পরিস্থিতিতেও দীর্ঘদিন স্বাস্থ্যবিধি অমান্য করে কোচিং পরিচালনা করে আসছিল।
Leave a Reply