শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও  বৃক্ষমেলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৭৭ বার পঠিত

মোঃ ইউসুফ আলী।- দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর আয়োজনে ৯ আগষ্ট মঙ্গলবার বিকেলে দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “বৃক্ষপ্রানে প্রকৃতি প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলা মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল মামুন এর সভাপতিত্বে নার্সারী মালিকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ ইলিয়াস হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোঃ সোহেল রানা, সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনির শাহনাজ চৌধুরী। আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি সকল স্টলসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টলসমূহকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com