নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে দিনাজপুর জেলা যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্ক এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২ ডিসেম্বর বুধবার বিকেলে শহরের মাহুতপাড়ায় ব্র্যাক স্কুল প্রাঙ্গণে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে দিনাজপুর জেলা যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্কের আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো. সানোয়ার হোসেন সরকার। নেটওয়ার্কের সমন্বয়কারী রূপা রাণী রায়ের সঞ্চালনায় বৈঠকে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যুব নেতা ও সমাজসেবক হাজী পলাশ, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানসহ নেটওয়ার্কের যুগ্ম আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, সদস্য মুকিত হায়দার শিপন প্রমুখ।
বক্তব্য শেষে উঠান বৈঠকে উপস্থিত সকল নারীসহ অতিথিবৃন্দ শিশু ও নারীর প্রতি সহিংসতাকে “না” বলে লাল কার্ড প্রদর্শন করে একসাথে।
Leave a Reply