সাহেব, দিনাজপুর ।- ৩ ফেব্রুয়ারী বুধবার দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার ও দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকারের মাতা আলহাজ্ব আনোয়ারা সরকারের জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। সদর উপজেলার দাড়াইল ঈদগাহ মাঠে জানাযা নামাজে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। জানাযা শেষে পারিবারিক
গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। বিকেল সাড়ে ৩টায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।জানাযা ও দাফন কাজে আরও অংশ গ্রহন করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ নাদির হোসেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসিরুল হক রুস্তম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সরকার, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানী, সাবেক সাধারন সম্পাদক এড. তহিদুল হক সরকার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ-এর সহযোগি অধ্যাপক (মেডিসিন) ডাঃ নুরুজ্জামান, বিরল ও চিরিরবন্দর উপজেলার চেয়ারম্যান, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, পৌরসভার কাউন্সিলর, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আলহাজ্ব আনোয়ারা সরকার ২ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় বার্ধক্য জনিত কারনে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আনোয়ার হোসেনের সহধর্মিনী। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে সহ সংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply