রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

দিনাজপুর আল-আমিন ইন্সটিটিউটে শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ ও হেপাটাইটিস-‘সি’ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৮১ বার পঠিত

মোঃ ইউসুফ আলী।- দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও আল-আমিন ইন্সটিটিউট (উচ্চ বিদ্যালয়) সদর দিনাজপুরের ম্যানেজিং কমিটির সভাপতি মোছাঃ নূরছাবা হোসেনের সার্বিক তত্ত্বাবধানে  ১৯ এপ্রিল-২০২২ মঙ্গলবার প্রতিষ্ঠান চত্বরে (২ দিনব্যাপী) শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ ২৫০ জনের রক্তের গ্রæপ ও হেপাটাইটিস-‘সি’ নির্ণয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। র‌্যাপিড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের আওতায় চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ও সিদরাহ ফাউন্ডেশনের আয়োজনে উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ ২৫০ জনের রক্তের গ্রæপ ও হেপাটাইটিস-‘সি’ নির্ণয় কার্যক্রমে উপস্থিত ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর এবং সাইন্টিস্ট ড. সেজুঁতি সাহা (পিএইচডি), সিদরাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা সরকার, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের প্রোগ্রাম রিসার্চ ম্যানেজার ডাঃ সুলতানা আফলাতুন রুবানা, রিসার্চ ইনভেস্টিগেটর ডাঃ সিরাজাম মুনিরা, মেডিকেল অফিসার ডাঃ শামছুল আলম পলাশ, এ্যাসিসটেন্ট রিসার্চ ম্যানেজার সাকিউল কবির, মাইক্রোবায়োলজীস্ট নাজিফা তাবাসসুম, অফিস নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুল হাসান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফরমান আলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। উক্ত অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগত অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com