সোমবার, ২০ মে ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

দিনাজপুর বৃদ্ধাশ্রমে কেক কেটে সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।-মুক্তিযুদ্ধের চেতনায় দৈনিক সময়ের আলো পরিবার সব সময় অসহায় মানুষের পাশে। এরই প্রেক্ষিতে দিনাজপুর শহরের রাজবাটীর শান্তি নিবাসে বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় বাবা-মা ও এতিম শিশুদের সাথে নিয়ে অনাড়ম্বর আয়োজনে কেক কেটে আর আলোচনা সভার মাধ্যমে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো সময়ের আলো পরিবার।

২ মার্চ ২০২৪ শনিবার দুপুর ১২টার দিকে দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ বছর পেরিয়ে ৬ষ্ঠ বছর পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

আলোচনা সভায় দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও সাংবাদিক মো. আকরাম হোসেন বাবলু এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলো দিনাজপুর জেলার স্টাফ রিপোর্টার মো. আব্দুর রাজ্জাক। এরপর সন্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, পৌর কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ দফতর সম্পাদক সুজন কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগের সহ দফতর সম্পাদক শহিদুল ইসলাম রতন, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম মাহবুব আলম সুজন, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী মো. নুর ইসলাম, মো. সেলিম ইমন, সমাজকর্মী বিলকিস আরা ফয়েজ, জেসমিন আরা বেগম এবং সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ।বক্তব্যশেষে বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় বাবা-মা, শিশু পরিবারের এতিম শিশুদের সাথে নিয়ে কেক কেটে সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সন্মানিত অতিথিবৃন্দ। এরপর সময়ের আলোর পক্ষ থেকে তাদের জন্য দুপুর ও রাতের খাবারের আয়োজন ছিল।এর আগে আলোচনায় সভায় বক্তারা বলেন, স্বাধীনতার মাস এই মার্চ। এ মাসেই বীরমুক্তিযোদ্ধারা তাদের সর্বস্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিল। তারা আরও বলেন, দৈনিক সময়ের আলোসহ দেশের সকল পত্রিকাই হোক অসাম্প্রদায়িক চেতনার উপর। পত্রিকাটি উন্নয়ন, গণতন্ত্র, সামাজিক উন্নয়ন সুন্দরভাবে তুলে ধরে। দৈনিক সময়ের আলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দূর্বার গতিতে এগিয়ে চলেছে বলে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভ কামনা ও অভিনন্দন জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com