রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন ও বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন ও বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে আজ শুক্রবার দুপুরে দিনাজপুর শহরের পাটুয়াপাড়াস্থ নিজস্ব ভবনে শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে উক্ত রক্তদান কর্মসূচী পালিত হয়।মেডিসিন ক্লাব, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট শাখার সহযোগিতায় রক্তদান কর্মসূচী পরিদর্শন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবুবক্কর সিদ্দীক। এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি মো. বজলুল হক, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিটের মিল্টন হোসেন, মেহেদী হাসান নাঈম, জাহিদ হাসান, শিহাব হাসান, রাকিবুল হোসাইন কাফিসহ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও কর্মচারীরা। রক্তদান কর্মসূচীতে স্বেচ্ছায় রক্তদান করেছেন দক্ষতা উন্নয়ন কেন্দ্রের প্রধান প্রশিক্ষক মো. মোবাশ্বেরুল ইসলাম মানুসহ অফিস সহায়ক সাইফুল ইসলাম, শিক্ষার্থী আশিক মাহমুদ, নাহিদ, রাইসুল আযমসহ আরও অনেকে।প্রসঙ্গত, দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয় ইতিপূর্বে ভাতাভোগীদের কল্যাণার্থে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে ব্যাপক সাড়া জাগিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com