সুলতান আহমেদ সোনা।- গাদু সিং এর পুত্র মুরালী সিং বড় প্রতাপশালী জমিদার ছিলেন। রংপুর জেলার,পীরগঞ্জ থানাধীন রায়পুর গ্রামে তার বাড়ী ছিল। জমিদার মুরালী সিং কে সকলে বাবু বলে সম্বোধন করতেন। সময় বিচারে তার বাড়ী ঘর দেশের অন্যান্য জমিদারদরে মত চমকপ্রদ না হলেও বাবুর প্রতাপ ছিল ভঙ্কর! বাবু মুরালী সিং তার জমিদারী গুটিয়ে দেশ স্বাধীনের আগে ১৯৬৫ সালে ভারতে চলে গেলেও তিনি অনেক কিছুই রেখে গেছেন। যদিও খুব বেশী নিদর্শন এখন খুঁজে পাওয়া ভার। তার পরেও তার রেখে যাওয়া বাড়ি ঘরের কিছুটা অংশ এখনো অক্ষত রয়েছে। সময়,পরিবেশ ও পরিস্থিতির সাথে পাল্লা দিয়ে জমিদারদের রেখে যাওয়া বাড়ি ঘর দাড়িয়ে থাকলেও মন্দিরটি অযন্ত অবহেলায়, অবজ্ঞায় আজ ধ্বংশের পথে।
গত ৪ জুলাই/২১ খ্রি: রবিবার সাংবাদিক ও রানা জামানকে সাথে নিয়ে রায়পুর জমিদার বাড়ীর বর্তমান অবস্থা দেখতে গিয়েছিলাম। কিন্তু অতিত দিনের গল্পের সাথে বর্তমান সময়ের কোন মিল নেই! রায়পুরের দক্ষিনে পশ্চিম কোনে আঁখিরা নদীর ওপারে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজন থাকলেও তারা মন্দিরটি দেখভাল করতে ব্যর্থ হয়েছেন।
অভিযোগ রয়েছে, মন্দিরটির অবস্থান রায়পুরের জমিদারদের বাড়ীর সিমানার মধ্যে হলেও, বর্তমানে জায়গা জমি রায়পুর উচ্চ বিদ্যালয়ের দখলে রয়েছে। কিন্তু দীর্ঘ সময় এই মন্দিরে বিশেষ কারণে পুজা অর্চনা হয়নি, হচ্ছে না। শোনা যায় এখানে পুজা করতে দেয়া হয়নি; ফলে দিনে দিনে মন্দিরের ভিতরে ও দেওয়ালের গায়ে বট ও পাইকড় গাছের রাজত্ব প্রতিষ্ঠা পেয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই মন্দিরের ভিতরে এখন নিয়মিত গাঁজার আসর বসে। বিষয়টি দুঃখজনক এবং আপত্তিকর। দৃঢ়তার সাথে বলছি, আমরা চাইনা জমিদার বাবুর মন্দিরটি ধ্বংশ হোক বা ওই মন্দির ভেঙ্গে পড়–ক অথবা সেখানে মাতালরা তান্ডপ নৃত্য করুক! স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলছি, বিষয়টি স্থানীয় প্রশাসন দেখবেন, সেই সাথে মাননীয় স্পিস্কার ড. শিরীন শারমিন চৌধুরী এম পি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে মন্দিরটির সংস্কারের ব্যবস্থা করবেন এটাই সময়ের দাবী ।
Leave a Reply