শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

নবাবগঞ্জে কঠোর লকডাউনের ৭ দিনে ৩৯ হাজার টাকা জরিমানা আদায়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২১৮ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কঠোর লক ডাউনে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ৭ দিনে সরকার ঘোষিত বিধি নিষেধ উপেক্ষা করার কারনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮০ মামলার বিপরীতে ৩৯ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম ও সহকারী কমিশনার(ভ’মি) মো. আল মামুন উপজেলার বিভিন্ন স্থানে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে সরকার ঘোষিত বিধি নিষেধ মেনে চলার সর্বাত্মক চেষ্টা চালালেও মানুষ বিধি নিষেধের সাথে লুকোচুরি করছে। প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর আসার সংবাদ শুনলেই দোকান-পাট বন্ধ করে মানুষ আড়ালে যাচ্ছে এবং তারা চলে গেলেই আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। রাস্তায় অটোচার্জার, সিএনজি ব্যাটারি চালিত রিক্সাভ্যান মটর সাইকেল চলাচল করছে। এদিকে উপজেলার প্রায় সব এলাকায় সব বয়সী মানুষের মাঝে সর্দি জ্বর ও কাশি দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান আলীর দেয়া তথ্য মতে বুধবার পর্যন্ত উপজেলায় ৮৯ জন করোনা পজিটিভ রোগী রয়েছেন। উপজেলায় করোনা সনাক্তের হার ৩১%। তার তথ্য মতে উপজেলায় মোট আক্রান্তে সংখ্যা ২৬৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭৮ জন। মৃত্যু বরণ করেছেন ৬ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com