নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে মালবাহী ট্রাক উল্টে নদীতে পড়ে ট্রাকের চালক নিহত ও সহকারী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারি রবিবার সকালে দিনাজপুর- গোবিন্দগঞ্জ সড়কে নবাবগঞ্জ থানাধীন মতিহারা বাজারে পূর্ব পার্শ্বে তুলশী গঙ্গা নদীর উপর ব্রীজে। নবাবগঞ্জ থানার এস আই নুরুজ্জামান জানান, গোবিন্দগঞ্জের দিক থেকে একটি কয়লা বহনকারী ট্রাক নং ঝিনাইদহ-ট-১১-১৩৭৯ দিনাজপুর মূখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মতিহারা বাজারে নিকট তুলশী গঙ্গা নদীর ব্রীজের উপর থেকে নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও সহকারী ২ জনই আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দলারদরগা বাজারে একটি বে-সরকারী হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক চালককে মৃত ঘোষনা করেন। সহকারী সেখানে চিকিৎসাধীন রয়েছে। নিহত ট্রাক চালক ঝিনাইদহ জেলার কসতোসাংড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে আহাদ আলী (৪০) ও আহত সহকারী একই জেলার কলচাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জাহিদুল ইসলাম(৩০)।
Leave a Reply