রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

নবাবগঞ্জে প্রবীণ শিক্ষক ও সাংবাদিক আজিজুল হকের দাফন সম্পন্ন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২২ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ পাইলট হাই স্কুলের (অবসর প্রাপ্ত) প্রবীণ শিক্ষক সাংবাদিক ও লেখক এ কিউ এম আজিজুল হকের(৮০) দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার ১ ফেব্রুয়ারী তার পৈত্রিক নিবাস উপজেলার গোলাপগঞ্জ

ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর পূর্বে রঘুনাথপুর মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ কিউ এম আজিজুল হক গত রোববার সকালে ঢাকায় তার স্বজনের বাসায় থাকা কালীন বার্ধক্য ও অসুস্থতাজনিত কারনে একটি চিকিৎসা কেন্দ্রে মৃত্যু বরন করেন(ইন্না লিল্লাহি—রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।তার মৃত্যুতেএলাকায় শোকের ছায়া নেমে আসে।এ কিউ এম আজিজুল হক ১৯৪৫ সালে উপজেলার রঘুনাথপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মরহুম আসাদুল সরকার ও মাতার নাম মোছা. হাজেরা বেগম। ছাত্র জীবন থেকে তিনি সাহিত্য সংস্কৃতি ও সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। বি এ পাশ করার পর তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখির সাথে

যুক্ত ছিলেন। তিনি ন্যায়ের পক্ষে থেকে অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে প্রতিবাদী লেখক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার মানসে তার লেখনি সচল ছিল। ২০১০ সালে একুশে গ্রন্থ মেলায় মুক্তিযুদ্ধ ও বাস্তবতার গল্প নামে তাঁর লেখা একটি বই প্রকাশিত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com