শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

নবাবগঞ্জে মাদক মামলায় পাঁচ গ্রেফতারী পরোওয়ানায় ১০জন গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৬৪ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ। – দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ফেনসিডিল ও ইনজেকশন উদ্ধার সহ ৫ জনকে গ্রেফতার করেছেন। অপরদিকে আদালতের গ্রেফতারী পরোওয়ানা মূলে আরও ১০ জনকে গ্রেফতার করেছেন। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান গত বুধবার দিনগত রাতে দাউদপুর ইউনিয়নের শালপাড়া গ্রাম থেকে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার সহ মানিকগঞ্জ জেলার সিংগাইল উপজেলার খান বাানিয়ারা গ্রামের মৃত হারুনুর রশিদ খানের ছেলে মিজানুর রশিদ খান ও রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হরিপুর (সরকারপাড়া) গ্রামের মৃত নজম সরকারের ছেলে রাশেদুল ইসলাম রুমেলকে গ্রেফতার করা হয়। গত বুধবার বিকালে উপজেলার ভাদুরিয়া কলেজের সামনে থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ শাল্টিমুরাদপুর গ্রামের আঃ গফুরের ছেলে মোকলেছার রহমানকে গ্রেফতার করা হয়। গত বুধবার বিকালে দাউদপুরের পূর্নদহ বটতলী তিন মাথা মোড় থেকে ২৪ পিচ বিপ্রোনরফিন ইনজেকশন সহ হালুয়াঘাট গ্রামের নুরুল ইসলামের ছেলে মজমুল হোসেনকে গ্রেফতার করা হয়। গত বুধবার দিনগত রাতে ৩১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ জাটিহার গ্রামের মৃত অমেদ আলীর ছেলে আয়নাল হককে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে। অপরদিকে গত বুধবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আদালতের গ্রেফতারী পরোওয়ানা মূলে ৪ জন সাজাপ্রাপ্ত আসামী সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামীরা হলো উপজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামের হাজের উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম,শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও রেজাউল ইসলাম। এছাড়াও অন্য গ্রেফতারকৃতরা হলো হালুয়াঘাট গ্রামের মজমুল, বুজরুক হরিনা গ্রামের লালু, পরানদিঘি গ্রামের কবির শাহ, বাদেহরিনা গ্রামের আঃ রহিম, হরিপুর গ্রামের ললিতা বেগম ও আশরাফ আলী গ্রেফতার কৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com