নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নুরুল হুদা চৌধুরী ওরফে মিন্টু(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের মৃত আব্বাস উদ্দীনের ছেলে। পুলিশ জানায় বুধবার সকাল ৮ টার দিকে নবাবগঞ্জ–আফতাবগঞ্জ সড়কে চকদলু নামক স্থানে একটি ব্যাটারী চালিত অটোচর্জারের সাথে একটি মটর সাইকেলের মূখোমূখী সংঘর্ষে অটোচার্জারের যাত্রী নুরুল হুদা ওরফে মিন্টু নিহত হন। এ সময় মটর সাকেল চালক উপজেলার বিন্নাগাড়ী গ্রামের মোশারফ আলীর ছেলে নুরুজ্জামান (৩০) গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য দিনাজপুরে নেয়া হয়েছে। পুলিশ অটোচার্জার ও মটর সাইকেল থানা হেফাজতে নিয়েছেন।
Leave a Reply