নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনর রশীদ। – দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরে প্রধান সড়ক থেকে মহিলা কলেজ সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টির কারনে কাদায় চলাচলে জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। ব্যস্ততম ওই সড়কে মানুষ কাদা পানির উপর দিয়ে চলাচল করছে। ওই সড়কে উপজেলার দক্ষিনাঞ্চলের মানুষ উপজেলা সদরে যাতায়াত করে থাকে। সার্বক্ষনিক সড়কটি দিয়ে নানা প্রকার যানবাহন চলে। স্থানীয়রা জানান পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারনে অল্প বৃষ্টিতেই পানি জমে এবং ্কাদার সৃষ্টি হয়। উপজেলার বিনোদনগর ইউনিয়নের আওতায় এল জি ই ডি’র নির্মাণ করা ওই সড়কে বর্ষা মৌসুমে কাদা পানির উপর দিয়েই মানুষকে চলাচল করতে হয়। বিনোদনগর ইউনিয়নের স্থানীয় ইউ,পি সদস্য আশরাফুল ইসলাম জানান কয়েক বছর পূর্বে ওই সড়কের ধারে এল জি এস পি প্রকল্পের মাধ্যমে কিছু ড্রেন করা হয়েছে। এরপর সেখানে আর কোন প্রকল্প গ্রহন করা হয় নাই। বিনোদনগর ইউ,পি চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান ওই সড়কে প্রকল্প গ্রহনের পরিকল্পনা রয়েছে। তার দাবী সড়কটির যে পর্যন্ত পানি জমে কাদায় পরিণত হয় ওই পর্যন্ত সংস্কার করে উচু করার প্রয়োজন। উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন জানান সড়কটি দেখে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
Leave a Reply