গাইবান্ধা প্রতিনিধি।- গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনার একদিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক মূল অভিযুক্ত মাসুদ রানার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার ১১ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে নিহতের স্ত্রী বীথি বেগম বাদী হয়ে মাসুদসহ তিন জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্ত মাসুদকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে স্বপদ থেকে মাসুদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Leave a Reply