রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবি: ১০ জনের লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১৯ বার পঠিত

সুবল চন্দ্র দাস: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রাম সংলগ্ন গুমাই নদীতে বালুবাহী বড় নৌকার ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে সকালে যাত্রী নিয়ে ট্রলারটি কলমাকান্দা হয়ে নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা যাচ্ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের সবার বাড়ি ধর্মপাশার মধ্যনগর থানার কামাউড়া গ্রামে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা জানান, বাল ুবোঝাই বড় নৌকার ধাক্কায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলারে থাকা যাত্রীদের মতে ১০-১৫ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা চলছে। নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, ট্রলাডুবিতে ৯- ১০ জনের মৃত্যুর কথা তিনি শুনেছেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। এদিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, গুমাই নদীতে ট্রলার ডুবির খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন। নিহতদের বাড়ি মধ্যনগর থানার কামাউড়া গ্রামে বলে তিনি প্রাথমিক ভাবে জেনেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com