বুধবার, ২১ মে ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

পলাশবাড়ীতে  নবাবী সাজে বরযাত্রীর বহর   

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ বার পঠিত
রুবেল ইসলাম ।- বাংলার হারানো ঐতিহ্য নবাবী সাজে গাইবান্ধা জেলার  পলাশবাড়ী পৌর শহরের একটি বিয়ে সম্পন্ন হয়েছে।
৯ সেপ্টেম্বর/২২খ্রি: শুক্রবার  পলাশবাড়ীর বিশিষ্ট পরিবহন ব্যবসায়ি সূর্য পরিবহনের মালিক ও শ্রমিকনেতা শহিদুল ইসলাম সরকার ও রোকেয়া বেগম দম্পতির পুত্র বিয়ের (বর) রেদোয়ান সরকার ও পৌর শহরের গৃধারীপুরের প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যবসায়ি মোতাহার হোসেন সরকার ও সাহানুর বেগম দম্পতির মেয়ে (কনে) ছাবিহা আক্তার মিম এর সহিত আড়াই লক্ষ টাকা সমমান দেন মোহরানা নগদ প্রদানের মাধ্যমে বিবাহ সু সম্পন্ন হয়েছে।
 এদিন বিকেলে সাজানো গোছানো সূর্য্য মহল হতে পৌর শহরে মধ্য দিয়ে নবাবী সাজে বরযাত্রীগণ  বিবাহের জন্য যাত্রা করেন। বর্নাঢ্য এই  বর যাত্রা দেখতে লোকজন রাস্তায় ভিড় করেন।
এ বিয়ে উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছেন উভয় পরিবার। বর পক্ষ পৌর শহরের অদুরে ঠুটিয়াপাকুর বাজার সূর্য মহলে আয়োজন করে, অপর দিকে কনে পরিবার আয়োজন করে পৌর শহরের গৃধারীপুরে। বিয়েতে কোন কিছুর যেমন কমতি ছিলো না তেমনি বরযাত্রী বহনে নবাবী ঘোড়ার গাড়ি,গ্রামীন ঘোড়ার গাড়ি, কার, মাইক্রোবাস, বাস, ভ্যান, রিক্সা, অটোসহ বিভিন্ন মডেলের মোটরসাইকেল সহ সকল প্রকার যানবাহন যুক্ত করায় পৌরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।এই বিয়েতে যারা বরযাত্রী ছিলেন তারা খুব আনন্দ উপভোগ করেন।
বরের বড় আব্বা আমিনুল ইসলাম রানা বলেন,বিয়ের অনুষ্ঠানটি স্মৃতিময় করে রাখতে উভয় পরিবার এ আয়োজনে করেছে। আয়োজন দেখে এবং আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত।
বরের বড় আব্বা গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মকবুল বলেন, আগের দিনে এভাবে বিয়ে আয়োজনের কথা জানা গেলেও দেখা হয়নি। এ বিয়ে অনুষ্ঠানটি সত্যি স্মৃতিময় হয়ে থাকবে।
বর রেদোয়ান সরকার জানান,বিয়ের আয়োজনটি স্মৃতিময় করে রাখতে গ্রাম বাংলার গ্রামীন ঐতিহ্যে বর্তমান সময়ে ব্যতিক্রমী বিয়ে আনন্দ উপভোগ করতে এ আয়োজন। অপরদিকে ব্যতিক্রমী আয়োজনে ব্যাপক আনন্দঘণ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে বিয়ে সম্পন্ন হওয়ায় বর ও কনের উভয় পরিবার ও নব দম্পতির জন্য দোয়া   করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com