ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের নান্দি শহর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত অদৃশ্য ম্যানেজিং কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছে এ বিদ্যালয়টি। বর্তমান কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবী রেখে বিক্ষোভ সমাবেশ করছেন অবিভাবক সহ এলাকা বাসী। ১৯ আগষ্ট শুক্রবার সন্ধ্য়ায় ইউনিয়নের নান্দিশহর বকুলতলায় সহকারী আইনজীবী আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আলমগীর হোসেন বাদশা,সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান,অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সামাদ,আব্দুস সোবহান প্রধান,বাবলু প্রধান,ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ডিপটি প্রধান,সহকারী আইনজীবী শামিম মিয়া,মফিদুল মাস্টার,শাহআলম মিয়া,শাফি মিয়া বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন,নিজস্ব ব্যক্তিকে সিলেকশন করে মনগড়া কমিটি করেছেন প্রধান শফিকুল ইসলাম,অথচ এ বিষয়ে বিদ্যালয়ের দাতা সদস্য,অভিভাবক ও স্থানীয়রা জানেন না।
এছাড়াও নানা অনিয়ম,অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। উপেক্ষিত বিদ্যালয়ের দাতা সদস্য সহ অভিভাবকবৃন্দ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অবিলম্বে ম্যানেজিং কমিটি গঠন করে বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, নানা অনিয়মের কারনে হারাচ্ছে বিদ্যালয়ের ঐতিহ্য,কমছে শিক্ষার্থী। সম্প্রতি বিদ্যালয়ের ৪টি পদে নিয়োগ সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে কঠোর সমালোচনা করেন বক্তারা। এবিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,শফিকুল ইসলাম শফি বলেন,অবিভাবক সহ এলাকাবাসীর সাথে কথা হয়েছে। আমি মৌখিক ভাবে অত্র কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি। সংশ্লিষ্ট কতৃপক্ষের সহযোগিতায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply