শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ইনার হুইল ক্লাব অব দিনাজপুর অফিস পরিদর্শনে সংস্থার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও সেক্রেটারি সিঙ্গাপুরে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের বিনিয়োগ রোডশো কে হচ্ছেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগ আচারণবিধি লংঙ্ঘণ করায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জরিমানা  পলাশবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ী উপজেলার খাদ্য গুদামে ইরি-বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন হোপ ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা  মধুমাস জ্যৈষ্ঠের আগমন পলাশবাড়ীতে বিক্রী হচ্ছে পাকা আম জাতীয় ভাবে “স্বপ্নজয়ী মা” নির্বাচিত হলেন জামালপুরের

পাকুন্দিয়ায় অপহৃত দুই ছাত্রী উদ্ধার: অভিযুক্ত দুই যুবক আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৪৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।-  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অপহৃত মাদ্রাসা ও স্কুল পড়ুয়া দুই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাদেরকে উদ্ধার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- উপজেলার ছয়চির গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২৪) ও চকদিগা গ্রামের রতন মিয়ার ছেলে রনি মিয়া (২৬)। মঙ্গলবার দুপুরে আটক দুই যুবক সাব্বির হোসেন ও রনি মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ৩১ মে ও ২ জুন উপজেলার পৃথক দুটি এলাকা থেকে একজন মাদ্রাসা ও একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী অপহরণ হওয়ার ঘটনায় তাদের পিতা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় পৃথক দুটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কোদালিয়া চৌরাস্তা এলাকা থেকে মাদ্রাসা ছাত্রী ও চকদিগা গ্রাম থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত অভিযুক্ত দুই যুবক সাব্বির হোসেন ও রনি মিয়াকে আটক করা হয়। এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ মে সকালে হোসেন্দী পূর্বপাড়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী (১৭) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এসময় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনের সড়ক থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে রনি মিয়াসহ তার ২-৩ সহযোগী। এ ঘটনায় রনিকে অভিযুক্ত করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে সোমবার রাতে পাকুন্দিয়া থানায় মামলা করেন ওই ছাত্রীর পিতা। অপর দিকে গত বুধবার (২ জুন) ভোরে উপজেলার হরশী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া (১৪) এক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় সাব্বির হোসেনসহ তার ১-২জন সহযোগী। এঘটনায় ওই মাদ্রাসা ছাত্রীর পিতা বাদী হয়ে সাব্বিরকে অভিযুক্ত করে অজ্ঞাত আরও ১-২জনকে আসামি করে ৭ জুন বিকালে পাকুন্দিয়া থানায় মামলা করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, পৃথক দুটি অপহরণ মামলায় দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com