শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

পার্বতীপুরে নারী সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে পার্বতীপুর পৌরসভার অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি,দিনাজপুর-৫। পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব সরকার প্রমুখ।
নারী সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী সহ নারী নেতৃবৃন্দ ও নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com