রবিবার, ১৯ মে ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

পার্বতীপুরে ভোটাধিকার দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৩৭ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরে ভোটাধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (২ মার্চ) সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পার্বতীপুরে ৪র্থ জাতীয় ভোটাধিকার দিবস পালিত হয়। পার্বতীপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে নানা রংয়ের ব্যানার ও ফেষ্টুন নিয়ে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে বাস টার্মিনাল মোড় প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্ত্বরে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রীতম সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান খান ও বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মাদ রাজা প্রমুখ। বক্তারা জাতীয় ভোটাধিকার দিবসের গুরুত্ব, ভোটার হওয়ার শর্ত ও প্রয়োজনীয়তা এবং সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের অপরিহায্যতা নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com