এম এ আলম বাবলু, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে এক ব্যবসায়ীকে গ্রেফতারকরেছে রেলওয়ে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালেগ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় পার্বতীপুর রেলকওয়ে জংশন সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ পুলিশী অভিযান চালিয়ে শহীদ মিনারের ভিতর থেকে ৪৬ পিচ ইয়াবাসহ নজরুল ইসলাম (৩৮) কে হাতে নাতে গ্রেফতার করা হয়। সে একজন কুখ্যাত ম্যদক ব্যবসায়ী এবং পার্বতীপুর রেলওয়ে বাবুপাড়ার আব্দুর রহিমের পুত্র। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply