পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু ।-দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবনের অপরাধে এক যুবকের ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। রবিবার রাতে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এই দণ্ডাদেশ দেন। সোমবার (২২ আগষ্ট) সকালে দন্ডপ্রাপ্ত যুবককে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম জানান, রবিবার রাতে পার্বতীপুর রেলওয়ে থানা এলাকায় রেলওয়ে থানা পুলিশের এস আই কাজল হক ও সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় প্রীতম সাহা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর পরিচালনায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত চলা কালে রেলওয়ে এলাকার বাবুপাড়া থেকে মাদক সেবন অবস্থায় উজ্জ্বল হরিজন (২২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদক সেবনের অপরাধে গ্রেফতারকৃত যুবক উজ্জ্বল হরিজন রেলওয়ে বাবুপাড়া এলাকার বিলু হরিজনের পুত্র।
গ্রেফতারকৃত যুবককে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ঘটনাস্হলেই মাদক (ট্যাপেন্টাডল) সেবনের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) (২১) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন।
সোমবার সকালে দন্ডপ্রাপ্ত যুবক উজ্জ্বল হরিজন কে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।
Leave a Reply