বজ্রকথা প্রতিনিধি।- পীরগঞ্জ (রংপুর) উপজেলার জ্যোতদিলাল গ্রামের পুরাতন জামে মসজিদটি ভেঙ্গে নতুন করে নির্মানের উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। ৮ ফেব্রুয়ারী সোমবার বাদ জোহর আনুষ্ঠানিকভাবে বহুতলা বিশিষ্ট নতুন জামে মসজিদের ভিত্তি সুচনা করা হয়েছে। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল ওই ভিত্তি প্রদানের উদ্বোধন করেন। এতে উপজেলা ভাইস চোরম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল এবং নারী ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা বিশেষ অতিথি ছিলেন। এ উপলক্ষে মসজিদের ইমাম মাওঃ মোখলেছার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রধান ও বিশেষ অতিথিগণ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা আ’লীগের উপদেষ্টা শাজাহান আলী প্রধান, ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রধান, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ছাদেকুল ইসলাম,ওয়ার্ড আ’লীগের সভাপতি মিঠু মিয়া,মসজিদ কমিটির সম্পাদক বেলাল মাস্টার প্রমুখ। শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ রমজান আলী।
Leave a Reply