শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

পীরগঞ্জের ভোন্ডাবাড়ী  বহুমূখী বালিকা উচ্চ  বিদ্যালয় ডুবতে বসেছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।–রংপুরের পীরগঞ্জ উপজেলার ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের, ভেন্ডাবাড়ী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয় ডুবতে বসেছে। শিক্ষকদের ক্লাস ফাঁকী,ম্যানেজিং কমিটির নিয়োগ বানিজ্যের  এই  স্কুলে বিদ্যা-শিক্ষার পরিবেশ কলুষিত হচ্ছে।

গত ১৭ সেপ্টেম্বর/২৩ খ্রি: রবিবার সকাল সাড়ে ১০টায় ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ১৫ জন শিক্ষকের মধ্যে উপস্থিত ৫জন। শুধু তাই নয়,প্রধান শিক্ষককেও ওই সময় অনুপস্থিত পাওয়া গেছে।

শ্রেণিকক্ষ গুলোতেও কাম্য শিক্ষার্থী উপস্থিত ছিল না। লজ্জার বিষয় এই স্কুলের পতাকা উত্তোলনের বাঁশটিও  মাথা ভাঙ্গা আঁকা বাঁকা দেখা গেছে।

পতাকা উত্তোলনের জন্য বাঁশ কেনার সামর্থ কি এই স্কুলের নেই? এমন প্রশ্নের জবাবে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, ভেন্ডাবাড়ী অঞ্চলে ভালো বাঁশ পাওয়া যায় না।

এদিকে ২০ সেপ্টেম্বর/২৩খ্রিঃ বুধবার দুপুরে ক্লাস বর্জন করে ৭ শিক্ষক উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসারের কার্যালয়ে এসে বেতন সংক্রান্ত বিষয়ে তুমল হৈচৈ করেন এবং শিক্ষা  কর্মকর্তার সাথে অসৌজন্য মূলক আচরণ করেন। কারণ হিসেবে জানা গেছে, বিদ্যালয়টিতে আইনগত  কিছু  সমস্যা থাকায়  উপজেলা শিক্ষা অফিস শিক্ষকদের আগষ্ট মাসের বেতন সংক্রান্ত মাসিক প্রত্যায়নপত্র প্রদান করেননি।

অপর দিকে ভেন্ডাবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, আদালতের মধ্যস্ততায় মোকদ্দমা নং-২২১/২০২৩ এর আলোকে যে সোলেনামা হয়েছে তার শর্ত ভঙ্গ করেছেন। তিনি এখনো শিক্ষিকা রোকছানা বেগমকে তার পদ “সহকারী প্রধান শিক্ষিক” পদে বহাল করেননি।

সচেতন মহলের কথা, একসময়  নারী শিক্ষা প্রসারে ভেন্ডাবাড়ী বালিকা বিদ্যালয়ের প্রসংশনীয় ভুমিকা ছিল কিন্তু বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি, জনাব রবিউল ইসলাম রবি দ্বায়িত্বভার গ্রহন করার পর থেকে স্কুলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস  এদিকে দৃষ্টি দেবেন এমনটাই আশা করে পর্যবেক্ষক মহল।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com