পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।-রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের হাসারপাড়া কিশোর বেলাল কে নৃশংস ভাবে হত্যা ও মাদকাসক্ত বিটুলেরফাঁসির দাবীতেমানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরেএলাকার সর্বস্তরেরজনগণেরব্যনারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশঅনুষ্ঠিতহয়। এতে আশে পাশের বিভিন্ন গ্রামের প্রায় কয়েকশত লোকেরসমাগম ঘটে। এতে বক্তব্য রাখেনখয়েরবাড়ীমাদ্রাসারশিক্ষকনুরুলইসলাম, শাহিনমিয়া,পলাশ প্রধান, রেজাউল ইসলাম প্রমুখ।
এ সময়নিহতের স্বজনরাকান্নাজড়িত কণ্ঠে বলেন, দ্রুতগতিতে বিটুলকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ফাঁসির জোর দাবী জানান। উল্লেখ্য মাদকাসক্ত বিটুল মিয়া (২৫) কুঠোর দিয়ে এলোপাতারী ভাবে মাথায় আঘাত করলে কিশোর বেলাল হোসেন (১২) কে হত্যা করেছে। ওই ঘটনায় পুলিশ এজাহার ভুক্ত বিটুলসহ ৬জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টারদিকে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসার পাড়াগ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, হাসার পাড়াগ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) তার দুইবন্ধুকে নিয়ে বাড়ীর পার্শ্বে বড়দহ বটতলা নামকস্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় মাদকাসক্ত বিটুলমিযা সেখানে বেলালের সাথে অহেতুক অশালীন ভাষায় কথাবলতে শুরু করে। এক পর্যায়েতাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হলে বিটুলতার সাথে থাকা কুঠোর দিয়ে বেলালেরমাথায় কোপমারে। এ সময় বেলালের দুইবন্ধুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মাদকাসক্ত বিটুল পালিয়ে গেলে ওই দিন দিবাগত রাত শনিবার কুমেদুপর ইউনিয়নে রসুলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা করে।
Leave a Reply