বজ্রকথা প্রতিনিধি।– রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে।ইদানিং লক্ষ্য করা গেছে,বেওয়ারিশ কুকুরগুলো দলবেধে যেমন ঘুরছে তেমনি রাতের বেলায় পথের মোড়ে রাস্তার উপর শুয়ে থাকছে। তাতে চলাচলে বিঘ্ন ঘটছে।
অভিযোগ উঠেছে,খ্যাপটে কুকুরগুলো শিশু ও অপরিচিত লোকজনকে দেখলে তেড়ে আসছে। এ ছাড়াও গরু ছাগলকে কামড়াচ্ছে। লোকজনও আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। সাধারন মানুষ কুকুর নিয়ন্ত্রনে পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছে। ছবি-তৌহিদ মারজু
Leave a Reply