আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষি সম্প্রারসণ অধিদপ্তরের সাথে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ মার্চ সকাল ১১ ঘটিকায় উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইএসডিও জোনাল ম্যানেজার ওমর ফারুকের সভাপতিতে সহকারী প্রকল্প সমন্বয়কারী রাজিউর রহমান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লায়লা আরজুমান,বিশেষ অতিথি উপজেলা কৃষি সম্প্রারসণ কর্মকর্তা তানিয়া তাবাসুম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, পংকজ কুমার সরকার সহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সকল কর্মকর্তাগন সহ এ্যাসিসটেন্ট টেকনিক্যাল অফিসার আলমগীর হোসেন, সারথী রানী রায় সহ সকল প্রকল্পের উন্নয়ন কর্মীগন । উপস্থাপন শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীগন বিভিন্ন পরামর্শ ও মতামত ব্যাক্ত করেন যা প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে। প্রধান অতিথি মাঠ পযার্য়ে ইএসডিও (পিপিইপিপি) প্রকল্পের কর্ম সূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগীতার পাশাপাশি কৃষি বিষয়ক কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন ।
Leave a Reply