রবিবার, ১৯ মে ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

পীরগঞ্জে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২০ বার পঠিত

সুলতান আহমেদ সোনা/ আনোয়ার হোসেন।- আগামী ২১ মে/২৪খ্রি: মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এবার পীরগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জন

তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য একাধীকবার  উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত  উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল। তিনি সতন্ত্র প্রার্থী হিসেব অংশ নিয়েছেন, তার প্রতীক আনারস

আছেন নুর আলম মিয়া যাদু, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক,  তার প্রতীক লাঙ্গল। তিনিও দীর্ঘ সময় ধরে জনগণের সাথে মাঠে রয়েছেন।

প্রার্থী  হয়েছেন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক  মোকাররম হেসেন চৌধুরী জাহাঙ্গীর, তিনি  একজন ত্যাগী রাজনীতিক তিনিও সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।তার প্রতীক ঘোড়া।

এবার  পীরগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে  প্রার্থী হয়েছেন ৩জন। এরা হলেন প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রওশন আরা বেগম রীণা, তিনি সতন্ত্র প্রার্থী, তার  প্রতীক কলস।

মোছা: শিরিণা খাতুন, তিনিও সতন্ত্র প্রার্থী। ইতোপূর্বে তাকেও নির্বাচনের মাঠ দেখা গেছে। তার  প্রতীক ফুটবল।

মোছা: সেলিনা আকতার ইতোপুর্বে  তিনি পীরগঞ্জ পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী  হয়ে ছিলেন। তিনি সতন্ত্র  প্রার্থী হিসেবে এবার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী  হয়েছেন, তার প্রতীক হাঁস।

এদিকে ভাইস চেয়ারম্যন পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৫জন। এরা হলেন মোঃ আবু আজাদ মিয়া বাবলু তিনি  সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন,তার  প্রতীক চশমা।

মো: মোনায়েম সরকার মানু সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক টিয়া পাখি প্রতীক নিয়ে মাঠে আছেন। এর আগে তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে পরিষদে ছিলেন।

মোঃ শফিউর রহমান মন্ডল মিলন প্রাক্তন ভাইস চেয়ারম্যান। তার  প্রতীক তালা।

তরুণ প্রার্থী মো: সাগর মিয়া সতন্ত্র প্রার্থী হিসেবে   টিউবওয়েল প্রতীক নিয়ে  প্রার্থী। হয়েছেন, রয়েছেন মো: সালমান সিরাজ তিনিও সতন্ত্রপ্রার্থীতার প্রতীক  বই।

আমাদের প্রতিনিধিরা  সারা উপজেলা ঘুরে দেখা গেছেন, ছোট বড় হাট বাজার, সড়কগুলোর মোড়ে মোড়ে  প্রার্থীদের সাদাকালো , রঙ্গীণ পোষ্টার ঝুলছে। গাছের ডালেও সাঁটানো হয়েছে ফ্রেমে বাঁধানো পোষ্টার। মাইকে মাইকে প্রচার প্রচারণা চলছে।  লক্ষ্য করা গেছে ভোটারগণ বেশ ভাব নিয়ে নিয়ে আড্ডা দিচ্ছেন চাএর দোকানে কিন্তু কেউ সরাসরি মুখ খুলছেন না।

উল্লেখ্য পীরগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা মোট লাখ ২৯ হাজার ৭৫৪জন।  আশা করা হচ্ছে তারা নির্বাচনে  অংশ নেবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। ( চলবে)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com