পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়াখেলা, নারী শিশু নির্যাতন, সাজাপ্রাপ্ত আসামি সহ ২০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে মঙ্গলবার প্রেরণ করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ডি সার্কেল আবু হাসান মিয়া দিক নির্দেশনায় সংশ্লিষ্ট থানার অফিসার্স ইনচার্জ আনোয়ারুল ইসলাম ও ওসি তদন্ত আহসান হাবিব প্রিন্স এর তত্ত¡াবধানে এস আই আকতারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ নারী শিশু অপহরণ মামলার আসামি টাঙ্গাইল মির্জাপুর থানা এলাকা থেকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী পাগলা বাজার গ্রামের বদিউজ্জামানের পুত্র সিয়ামের হেফাজতে থাকা রাজিয়াকেও উদ্ধার করে । এস আই আবু বক্কর সিদ্দিকির নেত্বেতে রায়পুর ইউনিয়নের নখার পাড়া গ্রাম থেকে ধুলগাড়ি গ্রামের আব্দুস সোবহান আলীর পুত্র আব্দুল ওয়াহেদ আলী নখারপাড়া গ্রামের আমজাদ মন্ডলের পুত্র সুলতান মন্ডল ‘রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর পুর গ্রামের হবিবর রহমানের পুত্র জহুরুল ইসলাম ‘এস আই সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বড়দরগাহ ইউনিয়নের ইসমাইলপুর গ্রাম থেকে জুয়া খেলার সরঞ্জামাদী সহ শাহাপাড়া হাজিপুর গ্রামের সাজাহান আলীর পুত্র আবু তাহের মৃত: ফছির উদ্দিনের পুত্র শাহা মিয়া ‘ শ্রী পঞ্চারামের পুত্র দিনেশ বাবু ‘ইসমাইল পুর গ্রামের কায়েম বেগের পুত্র সুফল মিয়া ‘ছোট মির্জাপুর গ্রামের আব্দুল ওয়াহেদের পুত্র চান মিয়া ‘ মৃত: আজিজার রহমানের পুত্র আবু আসলাম মিয়া ‘ভগবান পুর গ্রামের মোন্নাফ মিয়ার পুত্র লিখন মিয়া’এস আই আকতারুল ইসলামের নেতৃত্বে পীরগঞ্জ ইউনিয়নের মকিমপুর গ্রামের জয়নাল আবেদিনের পুত্র লিয়ন মিয়া ‘মৃত: ওসমান গনীর পুত্র আনারুল ইসলাম ‘এস আই লোকেশ চন্দ্রের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স সহ ঢাকা জেলায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার রায়পুর ইউনিয়নের কাঞ্চচগাড়ী গ্রামের এফাজ উদ্দিনের পুত্র মোস্তাফিজার রহমান এ ছাড়াও এন জি আর মামলার আসামি রফিকুল ইসলামের স্ত্রী শেফালী বেগম রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণ পুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র শিপন মিয়া চতরা ইউনিয়নের জি আর মামলার আসামী আলিমুদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক তপু মিয়ার পুত্র আলামিন বড় আলমপুর ইউনিয়নের বড় আলমপুর গ্রামের জোনাব আলীর পুত্র নূরু মিয়া এস আই নজরুল ইসলামের নেতৃত্বে মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত্যু বজলুর রহমানের পুত্র তাহেরুল ইসলাম তারা কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আনোয়ারুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন চলতি মাসের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে ।
Leave a Reply