শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

পীরগঞ্জে পৌরটোল আদায় বন্ধের ঘোষণায় অবরোধ প্রত্যাহার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক এস এ মন্ডল।- গরিব খেটে খাওয়া মানুষ কিভাবে দিন পার করছে,এটা চোখে মোটা ফ্রেমের চশমা এটে উপলব্ধি করা যাবে না। এটা বুঝতে হলে সময়ের দেয়ালে কান পেতে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে।
কেতাবে লেখা আছে, “দেশের মালিক জনগন” বাস্তবে সাধারণ মানুষ মুঠে মজুর, প্রজা ছাড়া আর কিছু নন।
এই জন্য বলা হচ্ছে, পীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তাজিমুল ইসলাম শামিম ইতোপুর্বে আওয়ামীপন্থিদের মাধ্যমে সড়ক পথ ইজারা দিয়ে রিকসা, ভ্যান, পাওয়া টিলার,ট্রাক্টর, বহিরাগত, বাস, টাক, মাইক্রোবাস, পিকাপ, কারগুলো থেকে টোলের নামে চাঁদা আদায় শুরু করেছিলেন। এ নিয়ে আলোচনা, সমালোচনা, আপত্তি, প্রতিবাদ হলেও টাকা আদায় বন্ধ হয়নি। উল্টো আদায়কারীরা মোটা লাঠি হাতে নিয়ে গরিব রিকসা ভ্যান চালকদের উপর চাড়াও হয়েছে। অনেকেই প্রহারের শিকার হয়েছেন সে সময়।
২০২২ সালের দিকে এই টোল আদায় বাতিলের জন্য অটো রিক্সাভ্যান চালকরা তৎকালীন পীরগঞ্জের সংসদ সদস্য ও স্পিকার এর স্মনরনাপন্ন হলে, স্পিকারের নির্দেশে তখন ওই টোল আদায় বন্ধ করা হয়।
এর পর ভালোই চলছিল কিন্তু সম্প্রতি পীরগঞ্জের ব্যাটারী চালিত ভ্যান রিক্সার চালকদের নিকট থেকে পৌর টোলের নামে ২০টাকা কারে আবার চাঁদা আদায়ের পুরান প্রথা চালু করা হলে বিষয়টি নিয়ে গরিব ভ্যান রিক্সার চালকরা ক্ষুব্ধ হয়ে উঠে। গত ১৬ এপ্রিল/২৫খ্রি: বুধবার দুপুরে শতাধিক অটো চালক তাদের ব্যাটারী চালিত ভ্যান রিক্সা নিয়ে পৌর টোল আদায় বন্ধের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে।পরে ভ্যান রিক্সার চালকরা পীরগঞ্জের জামতলা নামক স্থানে রংপুর -ঢাকা মহাসড়ক অবরোধ করে বসে। এ সময় মহা সড়কের দুই দিকেই শত শত যান বাহন আটকা পড়ে এবং যাত্রী সাধারণ ভোগান্তির মধ্যে পড়েন।
এ সময় জামতলায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিয়ে বিক্ষুব্ধ অটো চালকদের শান্ত করার চেষ্টা করেন পৌর বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক তৈয়বুর রহমান উত্তাল ও জামায়াত নেতা আরিফুল ইসলাম রাজু প্রমুখ। তাতে কাজ না হলে খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে নেয়ার আহবান জানালে বিক্ষুব্ধ ভ্যান রিক্সার চালকরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এ সময় পীরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত)সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক খাদিজা বেগমের পক্ষে টোল আদায় বন্ধের ঘোষণা দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।পর্যবেক্ষকমহল মনে করেন পীরগঞ্জে পৌরটোল আদায়ের নামে জুলুমের অবসান হওয়া দরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com