কনক আচার্য।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা নানা কারণে সারাদেশে পরিচিতি লাভ করেছে। বিশেষ করে প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মস্থান এই পীরগঞ্জ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসির শ্বশুর বাড়ি পীরগঞ্জ। শেখ হাসিনা পীরগঞ্জের বধুমাতা।
এছাড়াও রাষ্ট্রের তৃতীয় প্রধান ব্যক্তি জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর- ২৪, পীরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। এই কারণে পীরগঞ্জ অনেকটা গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে গুরুত্ববহন করছে।
বর্তমানে রাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ‘প্রধানমন্ত্রী’ ও ‘স্পিকার’ এই দু’টি পদ এখন পীরগঞ্জের দখলে। এ কারণে পীরগঞ্জের ৩ লাখ,২৯ হাজার ১৫ ভোটার গর্বিত।
কেউ মনে করতে পারেন,তাহলে পীরগঞ্জের সব ভোটারই কী আওয়ামী লীগ এর সদস্য ? না আমি তা বলিনি। অনেকের মত আমিও জানি এবং মানি সেটা হলো,রাজনৈতিক কারণে রংপুরের পীরগঞ্জ যেমন গুরুপূর্ণ এলাকা, তেমনি মহান ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর স্বামী প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়াকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা করেন এবং রংপুরের পুত্রবধু হিসেবে সকলেই মনে প্রাণে ভালোবাসেন শেখ হাসিনাকে।
ইতোপুর্বে সে প্রমাণ পাওয়া গেছে। বিগত দিনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়েছিলেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে বধুমাতা শেখ হাসিনা ও ড. শিরীন শারমিন চৌধুরীকেও নির্বাচিত করেছেন।
অবশ্য ইদানিং অনেকেই প্রশ্ন তুলেছেন, এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কী হবে?
আমিত গণক নই, তাই কি হবে তা এখনই বলতে পারছিনা। নির্বাচন নিকটে, এখন সব দল মাঠে আছে, মাঠ গরম রাখার চেষ্টা করছে দলগুলো।
বিশেষ করে বাংলাদেশ আওয়ামীলীগ,জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জামাতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র, জাতীয় পার্টি (এরশাদ), জাকের পার্টি, জাসদ (ইনু) সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আলোচনায় আছে।
ইতোমধ্যে পীরগঞ্জের হোটেল রেস্তোরাঁ, হাটবাজার গরম করছে ওই দলগুলোর সাম্ভব্য প্রার্থীরা। কেউ লিপলেট বিতরণ করছেন, কেউ কেউ মটর সাইকেলে শোডাউন করছে , কেউ বা রাস্তার মোড়ে, হাটের গলীতে পথ সভা করছেন। এক কথায় দলগুলো জনমত ধরে রাখার কসরত করছে।
সত্য কথা বলতে কি, ভোটারদের নজর কাড়ার জন্য মাঠে দলগুলোর পক্ষ থেকে নাচন কোদন করা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ বা ভোটাররা এই মুহুর্তে সেদিকে দৃষ্টি দিচ্ছে না, কারো কথা কানেও তুলছে না।
ভোটারা দ্রব্যমুল্য, আর্থিক টানা পোড়ন নিয়ে ক্ষুব্ধ আছেন!
তবে বোদ্ধারা বলছেন , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি ‘র মধ্যে লড়াই হবে ২৪-রংপুর পীরগঞ্জ -৬ আসনে।
অনেকের মতে এক সময়কার প্রভাবশালী রাজনৈতিক দল জাতীয় পার্টির অবস্থা পীরগঞ্জে জামাতে ইসলামীর নিচে এখন!
পর্যবেক্ষক মহল মনে করেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, নির্বাচনী মাঠের অবস্থাও পরিবর্তিত হতে থাকবে। আগামীতে কোন দল জনগনের পছন্দের দল হয়ে উঠবে, সেটা সময়ই বলে দেবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Leave a Reply