বজ্রকথা প্রতিবেদক।- শুক্রবার ১২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে পীরগঞ্জ (রংপুর) উপজেলার ৮নং রায়পুর ইউনিয়নের মহদিপুর পশ্চিমপাড়া গ্রামে আনুষ্ঠানিক ভাবে ৩ তলা বিশিষ্ঠ জামে মসজিদের ভিত্তি প্রদান করা হয়েছে। এদিন বাদ জুম্মা এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভিত্তি সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স এ যুক্ত হয়ে বক্তব্য রাখেন, পীরগঞ্জ আসনের এমপি ও জাতীয় সংসদের মাননীয় স্পীকার ডঃ শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্পিকার মহোদয়ের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড আজিজুর রহমান রাঙ্গা। বীর মুক্তিযোদ্ধা মহদিপুর জামে মসজিদের সভাপতি আব্দুস ছোবাহান সরকারের সভাপতিত্বে বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শহিদুজ্জামান বিএএসি, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জাইদুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বাকী মন্ডল, ঈমাম সাদেকুল ইসলাম,আলহাজ্ব লুৎফর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম,জাগো বাহে ২৪ ডটকমের চেয়ারম্যান আকতারুজ্জামান রানা ,সাংবাদিক আব্দুল করিম সরকারসহ দুই শতাধিক মুসল্লি। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিক ভাবে ভিত্তি সূচনা করা হয়। উল্লেখ্য, মহদিপুর পশ্চিমপাড়া জামে মসজিদটি ওই এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ ১৮৯০ সালে মাটির দেওয়াল দিয়ে নির্মাণ করেছিলেন। ১৯৮৭ ও ৮৮ সালের বন্যায় মসজিদের দেওয়াল ক্ষতিগ্রস্ত হলে এলাকার মানুষ ইটের গাথুনি ও টিনের চালাদিয়ে নামাজ পড়তে থাকেন। কিন্তু বর্তমানে মুসুল্লীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্থান সংকুলান হচ্ছে বলে তিন তলা মসজিদ ঘর নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় সংসদের স্পীকার ডঃ শিরীন শারমিন চৌধুরী টেলিকনফারেন্স এ মসজিদের উন্নয়ন কর্মকান্ডে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
Leave a Reply