এস এ মন্ডল।- ৬ ফেব্রুয়ারী ২০২১ শনিবার পীরগঞ্জে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর বেলা উপজেলার ৩নং বড় দরগাহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে ইউপি চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল হক এর আয়োজনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি এ্যাড আজিজুল ইসলাম রাঙ্গা, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল,আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য খলিলুর রহমান মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, অফিসার ইনচার্জ বাবু সরেস চন্দ্র । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল, এ জেড এম সেকেন্দার আলী প্রমুখ। বক্তাগণ ভাষা আন্দোলন, আওয়ামীলগ ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অবদান,আজকের স্বাধীন বাংলাদেশ শেখ হাসিনার রাজনীতি, উন্নয়ন উন্নতি সমৃদ্ধির উপর বক্তব্য রাখেন। মিলন মেলায় এলাকার রাজনীতিক, শিক্ষক,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় ও বেতার শিল্পী বৃন্দ।
Leave a Reply