পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- দৈনিক দেশের কন্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মশফিকুর রহমান পল্টনের পিতা জয়নাল আবেদীন রেফারীর দাফন সম্পন্ন হয়েছে। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ যোহর পীরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের সোনাকান্দর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা সদর থেকে বাড়ী ফেরার পথে সোনাকান্দর গণিরবাড়ী নামকস্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন জায়নাল। পরে তাকে মুমুর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান । মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ গুণাগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার তার নামাজে জানাযায় পীরগঞ্জ উপজেলা আ’লীগের সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুহুল আমীন বুলেট, আনসার ভিডিপি কর্মকর্তা শাহীনুল ইসলাম, পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম সফু ও সাইফুল আজাদ, বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, জাগো বাহে ২৪ ডটকমের সম্পাদক আকতারুজ্জামান রানা, সিনিয়র সাংবাদিক সরওয়ার জাহান, দৈনিক আলোর সংবাদ ডটকমে সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম সরকার, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মৃত্যুর পূর্ব মহুর্ত পর্যন্ত তিনি পীরগঞ্জ ইউনিয়নের আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
Leave a Reply