মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজে শিক্ষক বিদায় অনুষ্ঠান

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর)  বজ্রকথা প্রতিনিধি।- পীরগঞ্জের সরকারি শাহ্আব্দুর রউফ কলেজের শিক্ষক সেরাজুল ইসলাম মন্ডলের অবসরজনিত কারণে বিদায় অনুষ্ঠান হয়েছে। সোমবার (২৮ এপ্রিল/২৫) দুপুরে কলেজটির শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মো: আবুবকর সিদ্দিক সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষকপরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক জাহিদুল ইসলাম রুবেল, লায়লা পারভীন, শহিদুল ইসলাম, আলমগীর কবির, মাসুদ সরকার, আওরঙ্গজেব, খাদিমা রব্বানী, ফরহান বাদশা এবং সেমিনার সহকারী জাহিদুল ইসলাম।

রসায়ন বিভাগের প্রভাষক সেরাজুল ইসলাম মন্ডলের ৩৩ বছর চাকরী জীবনের অবসর জনিত ওই বিদায়অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে ই আবেগাপ্লুত হয়ে পড়েন। শুনশান নিরব তার মধ্যে বিদায়ী মানপত্র পাঠকরেন অনুষ্ঠানের সঞ্চালক লাইব্রেরিয়ান রাশেদুন্নবী সাজন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ড. মুহাম্মদ মফিদুল ইসলাম এবংপবিত্র গীতা পাঠ করেন ইন্দ্রাণী বর্মন। কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠানটি হয়েছে। উল্লেখ্য, ১৯৯২ সালে পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজে প্রভাষক হিসেবে সেরাজুল ইসলাম মন্ডল সেলিম যোগদান করেন। এরপর তিনি চলতি বছরের ২৩ এপ্রিল অবসর গ্রহন করেন। কলেজটি ২০১৮ সালে সরকারি করণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com