রংপুর প্রতিনিধি।- রংপুরের পীরগাছায় ‘বুড়ার দিঘী’ খননকালে প্রায় দু‘শ বছর আগের মৃত হাতির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার অনন্তরাম গ্রামের বুড়ার দিঘী থেকে কঙ্কালগুলো উদ্ধার করা হয়। পুকুরের মালিক আব্দুর রহমান বলেন, দুই‘শ বছর আগেও এখানে পুকুর ছিল। কালের বিবর্তনে পুকুরটি ভরাট হয়ে যায়। গত এক মাস ধরে আবারও পুকুরটি খনন কাজ শুরু করা হয়। শুক্রবার পুকুরের উত্তর প্রান্তে মাটি কাটার কাজ করার সময় একটা শক্ত বস্তুুর সন্ধান পায়। পরে সর্তকতার সাথে খনন করে কিছু কঙ্কাল দেখা যায়। এ সময় একে একে আরো বড় বড় কঙ্কাল বেড়িয়ে আসতে থাকে। কঙ্কালগুলো একটি হাতির। উদ্ধার হওয়া কঙ্কালগুলোর মধ্যে চোয়াল, পাজরের হাড় ও সম্পূর্ণ শুরটি স্পষ্ট দেখা যায়। পুকুর পাড়ের বাসিন্দা ও হামিদের বড় ভাই আব্দুল আউয়াল বলেন, দাদার কাছে শুনেছি প্রায় দু’শ বছর আগে পুকুর পাড়ে জাম গাছের তলে জমিদার হাতি বেঁধে রখেছিলেন। এ সময় পাশে দিয়ে ট্রেন যাওয়ার সময় হুইসেল দেয়। শব্দ শুনে হাতি পুকুরে লাফ দেয়। পরে অনেক চেষ্টা করেও উঠাতে না পাড়ায় সেখানেই হাতিটির মৃত্যু হয়। এ ঘটনায় ওই স্থানে হাতিটিকে মাটি চাপা দিয়ে রাখা হয়। সেই থেকে পুকুরটি বুড়ার দিঘী নামে এলাকায় পরিচিতি লাভ করে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ কঙ্কাল দেখতে ভিড় জমায়।
Leave a Reply