বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

  পুত্রবধূর শ্লীলতাহানি শ্বশুরকে এক বছরের কারাদণ্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৯০ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর)  থেকে মো: আবু সাঈদ।- পুত্রবধূর ঘরে প্রবেশ করে   শ্লীলতাহানির অভিযোগে নুরুজ্জামান ইসলাম (৪২) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ পরিমল কুমার সরকার।

বুধবার (২৪ আগষ্ট)  দুপুরে দিনাজপুর জেলার  বিরামপুর উপজেলার ৬নং জোতবানি ইউনিয়নে এ ঘটনা ঘটায় শ্বশুরকে কারাদন্ড দেয়া হয়।

সংশ্লিষ্ট ৬নং জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামির স্ত্রী বিদেশ এবং ছেলে ঢাকায় থাকেন বলেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান  জানান, নুরুজ্জামান একজন অটো রিক্সাচালক। মঙ্গলবার (২৩ আগষ্ট) গভীর রাতে নুরুজ্জামান বাড়িতে ফিরে আপন পুত্রবধূর ঘরে প্রবেশ করে তার শ্লীলতাহানি করেন। তার আত্ম চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ও  বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) পরিমল কুমার সরকার স্যারকে বিষয়টি অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ছেলের বউয়ের শ্লীলতাহানির অভিযোগে  শ্বশুর অটো রিক্সাচালক নুরুজ্জামানকে আটক করে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের সঙ্গে কথা বলে   শ্লীলতাহানির ব্যাপারে শ্বশুরের সম্পৃক্ততা থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com