বজ্রকথা ডেক্স।-প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায় আর নেই। ১৫ ফেব্রুয়ারী/২৫ খ্রি: শনিবার সকালে পশ্চিমবঙ্গের এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। ৮৩ বছর বয়সে দেহ ত্যাগ করলেন তিনি।
সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ক’দিন আগে অন্ত্রের অস্ত্রোপচার শেষে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ শিল্পী।
গত সোমবার রাতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালের ২৫ জুন বরিশালে জন্ম গ্রহন করেছিলেন। তার বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। তার মা বাণী মুখোপাধ্যায় প্রতুলকে নিয়ে দেশভাগের পরে পশ্চিমবঙ্গে চলে যান। অনেক কম বয়স থেকেই কবিতায় সুর দিয়ে গান বানাতেন তিনি। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ কবিতায় সুর দেন তিনি। এছাড়া, নিজেও গান লিখতেন। নিয়ম মেনে তিনি কোনোদিনই গান শেখেননি। তার বিখ্যাত গানগুলো হলো, ‘আমি বাংলায় গান গাই’, ‘লড়াই কর লড়াই, যতদিন না বিজয়ী হও’, ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’ ইত্যাদি।
Leave a Reply