বজ্রকথা প্রতিবেদক।-বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে দিনাজপুরে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন মঙ্গলবার রাত ৮টায় দিবসটি উপলক্ষে শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া-মাহফিলে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামিম আলম সরকার বাবু এর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, মো. মাসুদ রানা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, মানবেন্দ্র নাথ রায়, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মকসেদুর রহমান সাহাজাদা, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আহসানুল করিম অরুন চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সহকারি অধ্যাপক মাহমুদুল হক কোরায়শি দুলালসহ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ছবি সিনহা, জেলা তাঁতী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আলাল, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, পৌর কৃষক লীগের আহ্বায়ক আবু রায়হান আবু, পৌর তাঁতী লীগের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রোমানসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী।
প্রসঙ্গত, ২০০৮ সালের এদিনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবন চত্বরে তৎকালীন ১/১১ সরকারের স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন। এর আগে ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।
Leave a Reply