শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

প্রিন্স ফিলিপ মারা গেছেন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ১৮৩ বার পঠিত

বাকিংহাম প্রাসাদ এক ঘোষণায় জানিয়েছে, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ ৯ এপ্রিল/২১ শুক্রবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। খবর : বিবিসি। বাকিংহাম প্রাসাদ বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, রানী দ্বিতীয় এলিজাবেথ এর প্রিয়তম স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যু হয়েছে। তিনি শুক্রবার সকালে উইন্ডসর ক্যাসেলে মৃত্যুবরণ করেন।’জানা যায়, গত ১৬ ফেব্রæয়ারি অসুস্থ বোধ করায় প্রিন্স ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন বলা হয়েছিল, তিনি কভিড-১৯-এ আক্রান্ত নন। হৃদযন্ত্র পরীক্ষার জন্য পরে তাঁকে আরেকটি হাসপাতালে সাত দিন রাখা হয়। সেখানে সফলভাবে তাঁর হৃদযন্ত্রের পরীক্ষা ও চিকিৎসা হয়। দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসার পর গত মাসের মাঝামাঝিতে হাসপাতাল ছেড়েছিলেন প্রিন্স ফিলিপ। তবে তাঁর মৃত্যু কী কারণে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে ডাউনিং স্ট্রিট থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘তিনি (প্রিন্স ফিলিপ) অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করেছেন।’ রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রিন্স ফিলিপের বিয়ে হয় ১৯৪৭ সালে। এর পাঁচ বছর পর ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন দ্বিতীয় এলিজাবেথ। প্রিন্স ফিলিপ ও রানী দ্বিতীয় এলিজাবেথের চার সন্তান ও আট নাতি-নাতনি রয়েছেন।প্রিন্স ফিলিপের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com