শনিবার, ১০ মে ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

ফুলছড়িতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবক গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২০৯ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা |- গাইবান্ধার ফুলছড়িতে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে (২০) যৌন নিপীড়নের অভিযোগে আবু হাসান লাবন (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে জনগণ। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ফুলছড়ি থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত যুবক ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান সাজুর পুত্র।

বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী অভিযোগে উল্লেখ করেন, গ্রেফতারকৃত যুবক আবু হাসান লাবন বেশ কিছুদিন থেকে মোবাইলের মাধ্যমে প্রেমের প্রস্তাব দেওয়ায় গত ছয়মাস থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এসময় ওই যুবক প্রায়ই মোবাইলে কথা বলতো। গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ওই ছাত্রী ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন দিয়ে যাবার সময় রাস্তায় ওই যুবক জোরপূর্বক ছাত্রীটির পথরোধ করে। একপর্যায়ে ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শসহ ঝাপটে ধরে ধস্তাধস্তি করে। এসময় ছাত্রীটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে যুবককে আটক করে পাশ্ববর্তী ফুলছড়ি থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে ফুলছড়ি থানায় যৌন নিপীড়নের অভিযোগ করলে থানা পুলিশ মঙ্গলবার সকাল ১০টায় আটককৃত যুবকের নামে মামলা করে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ওই যুবককে যৌন নিপীড়নের দায়ে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে কলেজছাত্রী বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগ করলে তা মামলা হিসেবে গ্রহন করা হয়। গ্রেফতারকৃত যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com