মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- দিনাজপুরের ফুলবাড়ীতে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে এবং সরকারি আদেশ মানতে জরুরী সভা অনুষ্টিত। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন এর সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভা অনুষ্টিত হয়।
এতে পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসন উপস্থিত ছিলেন। এ সভায় নির্বাহী অফিসার বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করলে অবশ্যই আমরা এই মহামারী থেকে রক্ষা পাবো। তাই সাধারণ জনগনকে সচেতনতা গড়তে এবং এই আদেশ মানতে তাদেরকে আমরা উৎসাহী দিবো। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কার্ণিজ আফরোজ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, বেতদীঘি ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মন্ডল, ফুলবাড়ী ২৯ বিজিবির পক্ষ থেকে নায়েক সুবেদার মোঃ সাখাওয়াত হোসেন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
Leave a Reply