উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে একজন চোর শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া চোরের তথ্যের ভিত্তিতে ২০ মে বৃহষ্পতিবার বেলঘড়িয়া বাজার থেকে চোরাই ল্যাপটপ উদ্ধার সহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত- উপজেলার শেরুয়া বটতলা দহপাড়া গ্রামের রুবেল হোসেনের ছেলে মনির (২৮), ধড়মোকাম গ্রামের মো. খাদেমুল ইসলামের ছেলে মো. শেখ সাদী (২৯), মধ্য জামুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আজিজুল হক (২৭)। গত ১৫ মে ২০২১ তারিখ দিবাগত রাত্রিবেলা শেরপুর থানাধীন শেরুয়া বটতলা এলাকার পলাশ মার্কেটের জনৈক আরিফুল ইসলাম (২৮) এর দোকান ঘর চুরি হয়। এইচপি ল্যাপটপ, নগদ ৪৮০০ টাকা ও ১০,০০০ টাকার কসমেটিক্স সামগ্রী চুরি হয়। থানায় অভিযোগ দাখিল করলে এসআই রবিউল ইসলাম অনুসন্ধান শুরু করেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে একজন চোর শনাক্ত করে। আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করলে রাতভর ব্যাপক অভিযান চালিয়ে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হওয়া চোর সহ উক্ত চোরের দেখানো মতে আরো দুই জন চোর সিন্ডিকেট সদস্য গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে চুরি যাওয়া এইচপি ল্যাপটপটি চোরদের দেখানো মতে বেলঘড়িয়া বাজার থেকে উদ্ধার হয়। আজ আসামিদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়।
Leave a Reply