শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

বগুড়ায় সেচ প্রকল্পের লাইসেন্স দিতে অনিয়মের অভিযোগ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৭১ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সরকারি সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মে মেতে উঠেছে ধুনট-শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) আসমাউল বিন হোসেন। ওই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ দুর্নীতির অভিযোগ এনে গত বৃহস্পতিবার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১৭টি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগিরা।

অনুসন্ধানে জানা গেছে, চলতি মৌসুমে ধুনট উপজেলায় গভীর নলকূপ স্থাপনের জন্য স্থানীয় কৃষকেরা দালালদের মাধ্যমে ৬০০টি আবেদন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) শেরপুর জোনাল অফিসে। তন্মধ্যে সম্প্রতি ২০৬টি আবেদন ধুনট উপজেলার সেচ কমিটির সভায় অনুমোদন দেয়া হয়েছে।

ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজালশিং গ্রামের মৃত অজাহার আলীর ছেলে নজরুল ইসলাম জানান, ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি সরকারি বরাদ্দের নলকূপ (সেচ) স্থাপনের অনুমোদন পাওয়ার পর তাকে বিদ্যুৎ সংযোগ প্রদান করে কর্তৃপক্ষ। কিন্তু এই কৃষক অভিযোগ করেছেন, তার নলকূপ থেকে ৮০০ ফুট দূরত্বে অন্য জনকে লাইসেন্স দেওয়ার নিয়ম থাকলেও বিএডিসি অফিসের কর্মকর্তা আসমাউল বিন হোসেন সরেজমিন তদন্ত না করেই ঘুষ নিয়ে ৪০০ ফুটের মধ্যে অন্য অরেকজনকে নতুন লাইসেন্সের অনুমোদন দিয়েছেন।

গোপালগর ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ জানান, গত ৪ বছর আগে তিনি সেচের লাইসেন্স পেলেও নিয়ম বহির্ভূতভাবে মাত্র ৪৫০ ফুট দূরত্বে জহুরুল ইসলাম নামে আরেক ব্যক্তিকে ৫০ হাজার টাকার বিনিময়ে সেচের লাইসেন্স প্রদান করেন বিএডিসি কর্মকর্তা আসমাউল বিন হোসেন।

জানা গেছে, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভর্তূকীর মাধ্যমে স্বল্প খরচে প্রতিটি এলাকায় কৃষকের নিজ জমিতে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে গভীর নলকূপ স্থাপন করে দিচ্ছেন। এজন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অফিসে নলকূপ স্থাপনের লাইসেন্সের জন্য আবেদন করতে হয় কৃষকদের। আবেদন করার পর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিন পরিদর্শনের পর তদন্ত প্রতিবেদন উপজেলা সেচ কমিটির কাছে দাখিল করার নিয়ম রয়েছে।

সেচ কমিটির সদস্যদের মধ্যে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত সভাপতি হিসেবে দায়িত্বে এবং বিএডিসি অফিসের ধুনট- শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) আসমাউল বিন হোসেন সদস্য সচিব ও অন্যান্য ৫ জন সরকারি কর্মকর্তা সাধারণ সদস্য রয়েছেন। কিন্তু অভিযোগ রয়েছে সেচ কমিটির সদস্য সচিব বিএডিসি অফিসের কর্মকর্তা আসমাউল বিন হোসেন সরেজমিন তদন্ত না করেই ও সরকারি নিয়ম না মেনেই ঘুষ বাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে সেচ সংযোগের ছাড়পত্র দিয়েছেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ধুনট শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) আসমাউল বিন হোসেন বলেন, সেচ কমিটির সরেজমিন তদন্তের দায়িত্বে থাকলেও ব্যস্ততার কারনে অন্য কর্মকর্তাদের দিয়ে মাঝে মধ্যে তদন্ত করানো হয়।

এ বিষয়ে ধুনট উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত জানান, নলকূপ স্থাপনের অনুমোদন পেতে কৃষকের আবেদনের ভিত্তিতে বিএডিসি কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করলে সেচ কমিটির সভায় তা অনুমাদন দেয়া হয়। কিন্তু নতুন লাইসেন্স প্রদানের বিষয়ে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ তদন্ত করে অনুমোদনযোগ্য না হলে সেই সকল সেচের লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া প্রাপ্ত অভিযোগগুলো তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com