বজ্রকথা প্রতিনিধি।- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর এরিয়া অফিস।
১৭ মার্চ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর এরিয়া ম্যানেজার মো. জাকেরুল ইসলাম এর নেতৃত্বে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সদর শাখার ব্যবস্থাপক মো. মোবারক হোসেন, এবিএম (হিসাব) মো. আব্দুল আলীম সহ এরিয়ার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
Leave a Reply