সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে বজ্রপাতে আয়েশ আলী (৪৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত আয়েশ আলী উপজেলার আইহাই ইউনিয়নের হাঁসপুকুর(ভাবুক) গ্রামের ফজর আলীর ছেলে।স্থানীয় লোকজন ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে আয়েশ আলী স্থানীয় বোয়ালমারী খাড়ি এলাকায় কৃষিকাজের জন্য বেরিয়ে যান। এসময় আকাশ থেকে বজ্রপাত ঘটলে তাৎক্ষণিক ভাবে সেখানের তার মৃত্যু হয়। এসম তার মাথায় থাকা মাথাল অন্যত্র ছিটকে পড়ে এবং নিহত আয়েশ আলী অন্য দিকে ছিটকে পড়ে থাকতে দেখা যায়।। এ রিপোর্ট লেখা পর্যন্ত এবিষয়ে স্থানীয় থানায় কোন রিপোর্ট আসেনী বলে থানা সূত্রে জানা যায়।
Leave a Reply